• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

হিমশীতল বাতাসে তেঁতুলিয়ায় ঠান্ডা অব্যাহত

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

হিমালয়ের কাছাকাছি অবস্থিত উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সোমবার এ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আজ তা কমে ১১ দশনিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সে কারণেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।  

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   

এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। তীব্র ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছেন। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছেন। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষরা। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। 

সারাদিন ঠান্ডা আবহাওয়ার পর শেষ বিকেলে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাটি হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –