• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারি গাছ কেটে জরিমানা গুনলেন ৩ ব্যবসায়ী

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুর বিরামপুর উপজেলায় সরকারি জায়গায় লাগানো ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাটাগাছের গুঁড়িগুলো জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল খাড়ি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দিওড় ইউনিয়নের বিজুল খাড়ির পাশে সরকারি জায়গায় লাগানো ইউক্যালিপটাস গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত ব্যক্তিদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাটা গাছের গুঁড়িগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বলেন, রাতের অন্ধকারে সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন তিন ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –