• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩  

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার দাপট কাটলেও উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ৷

আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তরের হিম শীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ৷

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, যেহেতু প্রতি বছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয় তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা গরীব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বর্তমানে ১২ ঘরে অবস্থান করছে। গতকালের মতো আজও ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। গত ১৬ ডিসেম্বর থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আগামীতে আরো কমতে পারে তাপমাত্রা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –