• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সব ধর্মের মানুষ সম্প্রীতির মাধ্যমে বসবাস করছে: হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লীগ মনোনীত দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেনি। প্রধানমন্ত্রীর দৃঢ় রাষ্ট্র পরিচালনায় সব ধর্মের মানুষ সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশে বসবাস করছে।

সোমবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে দিনাজপুর শহরের সুইহারী মিশন প্রাঙ্গণে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলে মিশে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন। কোনো অশুভ শক্তি যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে সব অপশক্তিকে পরাজিত করতে হবে। কোন অপশক্তির স্থান বাংলাদেশের মাটিতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর হানিফ দিলন, মহিলা কাউন্সিলর মাকসুদা পারভিন মিনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলাল, নভারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মালতি কস্তা, সিস্টার সুরভী, ফাদার মাইকেল, সিস্টার মনিকা প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –