• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৩০ টাকা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

দেশীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পাইকারি ও খুচরাতে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে।

এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। এদিকে পেঁয়াজের দাম কমার কারণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

শুক্রবার সরেজমিনে হিলি বাজারে দেখা গেছে, বাজারে পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিব হোসেন এবং মোস্তকিম খান জানান, এখনো এক কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে বেশি থাকলেও এখন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ মানুষের সুবিধা হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সোহেল ও তারিকুল ইসলাম জানান, গত সপ্তাহের চেয়ে পেঁয়াজের দাম কমেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –