• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অপরিহার্য: হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অপরিহার্য। ইসলামের খেদমতে বঙ্গবন্ধুকন্যা নিবেদিত প্রাণ।

বুধবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছেন বলেই দেশে আজ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। দেশ এগিয়ে যাচ্ছে। এর কারণ জনগণ নৌকায় ভোট দিয়ে বারবার শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে বিজয়ী করছেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশকে শান্তিতে পরিণত করেছেন।

দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল্ল্যাহ মাজাহিরীর পরিচালনায় বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, দিনাজপুর সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি আবুল কাসেম সরকার, পুলিশ সুপার কার্যালয়ে পেশ ইমাম মো. কাসেম আলী প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –