• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সুষ্ঠু নির্বাচনে জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩  

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেয়া হবে। এমনকি প্রার্থিতাও বাতিল করা হতে পারে।

মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি হাবিব হাবিব বলেন, আমরা ভোটারদের ভোটকেন্দ্রে আসা, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিশ্চিতে কাজ করছি। তাদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এজন্য যা যা করা প্রয়োজন, সবই করা হয়েছে। এক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালাও রয়েছে। কেউ সাংবাদিকদের হেনস্থা করলে বা দায়িত্ব পালনে বাধা দিলে তার বিরুদ্ধে কারাদণ্ডের বিধান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –