• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা। ওই সময় কবর খুঁড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জাদুটোনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। রোববার (৩ ডিসেম্বর) সকালে মাটির পুতুল ও তাবিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি কবরস্থানে।

স্থানীয়রা জানান, গোবিন্দপুরে এক নারীর মৃত্যু হয়। তাকে দাফন করার জন্য কবর খুঁড়তে গেলে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ।

এলাকাবাসীর ধারণা, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে। বিষয়টি স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে।

ওই এলাকার শিক্ষক মিজানুর রহমান বলেন, কবরস্থানে কবর খুঁড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। কেউ হয়তো কবিরাজি ও জাদু করার জন্য এমনটা করে থাকতে পারেন। অন্ধ বিশ্বাসে এমন ঘটনা কেউ ঘটিয়েছে।

পাঁচগাছী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, শনিবার আমার এলাকায় এক নারী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। কবরস্থানে কবর খুঁড়তেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –