• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

হিলিতে পানির দামে বিক্রি হচ্ছে সবজি!

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

বাম্পার ফলনে দিনাজপুরের হিলিতে পানির দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এতে খুশি সবজি কিনতে আসা সাধারণ ক্রেতারা।

সোমবার হিলি সবজি বাজারে গিয়ে দেখা যায়, প্রতিটা সবজির দোকানে ডালিভর্তি হরেক রকমের শীতকালীন সবজি শোভা পাচ্ছে। প্রতিটা দোকানে রয়েছে ক্রেতার ভিড়। বর্তমানে হিলি বাজার সবজিতে ভরপুর। দামও অনেকটা কম এক ব্যাগ সবজি ১০০ টাকা দিয়ে ভরে গেল; বিগত সময়ে ৫০০ টাকার সবজি কিনেও ব্যাগ ভরেনি।

সবজি ক্রেতা-বিক্রেতারা জানান, বেগুন ২০ টাকা কেজি, মুলা ১০, সিম ৪০, বাঁধাকপি ৩০, পটল ২৫ ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্তমানে সবজি দাম অনেকটা কম; যে কারণেই বেচা-বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেগুন বিক্রি হতো এক মণ; এখন পাঁচ থেকে ছয় মণ বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটা সবজিই মণে মণে বিক্রি হচ্ছে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ আরজেনা বেগম বলেন, সরকারে নানা পদক্ষেপে এরই মধ্যে কৃষিতে ব্যাপক সফলতা এসেছে। বিভিন্ন সময় কৃষকদের বীজ সার প্রণোদনাসহ নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এগুলো বিভিন্ন শহরে যাচ্ছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –