• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দায়িত্ব ও বুদ্ধি দিয়ে নির্বাচন সফল করতে হবে: সিইসি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দায়িত্ব ও বুদ্ধি দিয়ে নির্বাচন সফল করতে হবে। আমাদের মূল চাওয়া হচ্ছে, ভোটাররা যেন ভোট দিতে পারেন। ভোটের দিন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি চেয়েছেন নির্বাচন যেন সুশৃঙ্খল হয়। নির্বাচন কমিশন দেখতে চায় আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। সেই জ্ঞান, প্রজ্ঞা, শক্তি ও মেধা আপনাদের আছে।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশ মাতোয়ারা হয়ে রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষকরাও আসবেন। সুতরাং নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। অনিয়ম হলে স্বচ্ছভাবে প্রকাশ পাবে আবার সুষ্ঠু হলে সেটাও স্বচ্ছভাবেই প্রকাশ পাবে। 

ডিসি-এসপিদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনাদের ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয় তখন ক্ষমতা দেখাবেন। কিন্তু গণতন্ত্রের স্বার্থে প্রথমে আপনাদের দায়িত্বের সঙ্গে নির্বাচনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করতে হবে। গণতন্ত্রের চেতনাগত অর্থ বাস্তবায়ন করতে না পারলে সেটা হবে আমাদের সবার ব্যর্থতা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –