• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে বাসের ধাক্কায় সড়কেই নিহত স্বামী, হাসপাতালে স্ত্রী

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিতাই মাহাত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে ঘোড়াঘাট যাচ্ছিলেন তারা। এ সময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন আহত সৌরভী মার্ডি।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –