• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কুড়িগ্রামে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে আবার মডেল মসজিদে এসে শেষ হয়।

এ প্রতিবাদ মিছিলের আয়োজন করে কুড়িগ্রাম ওলামা কল্যাণ ফাউন্ডেশন ও তৌহিদী জনতা। মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান নোমানী, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পরিষদের খতিব মাওলানা আইয়ুব আলী আনছারী, স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মাওলানা আলীনুর রহমান প্রমুখ।

এ সময় বিক্ষোভ মিছিলে প্রায় আড়াই শতাধিক মুছল্লী অংশগ্রহন করেন। এছাড়াও কেন্দ্রীয় জামে মসজিদের সামন,শহরের দাদা মোড়েও খন্ড খন্ড মিছিল দেখা গেছে। অন্যদিকে জাকের পার্টি জেলা শাখার নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল নতুন রেলস্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে পুরুষের পাশাপাশি অনেক বেশি উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকেও অংশ নিতে দেখা যায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –