• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩  

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ইউনিয়নে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে রমেক হাসপাতালে (রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্যপুষ্করণী ইউনিয়নের কেশবপুর এলাকার হিন্দুপাড়ায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় কে আগে প্রতিমা বিসর্জন দেবে এ নিয়ে দুটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে প্রতিমা বিসর্জন শেষে ফেরার পথে রাত ৮টার সময় নির্মলের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দুটি পক্ষ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে রকেম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

কোতোয়ালি সদর থানার ওসি সুশান্ত কুমার জানান, প্রতিমা বিসর্জন দিয়ে আসার পথে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে ২-৩ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –