• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবির ১২৩ শিক্ষার্থী

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৩ শিক্ষার্থী।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফেলোশিপ ঘোষণা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তিন ক্যাটাগরিতে হাবিপ্রবির ১৫৩ শিক্ষার্থীকে এ ফেলোশিপ প্রদান করে।

এর মধ্যে ভৌত বিজ্ঞান গ্রুপে এমএস, এমফিল, পিএইচডি ক্যাটাগরিতে ১ হাজার ২১৪ জনের মধ্যে ৩০ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১ হাজার ৭০৬ জনের মধ্যে ১২৩ জন হাবিপ্রবি থেকে ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। এক বছরের জন্যে ফেলোশিপপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে পাবেন।

উল্লেখ্য, দুটি ধাপে এই ফেলোশিপের জন্য শিক্ষার্থীরা মনোনীত হয়েছেন। প্রথম ধাপে অনলাইনে আবেদন করে সঙ্গে গবেষণার সারসংক্ষেপ পাঠাতে হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক সিলেকশন করা হয়। পরবর্তীতে ভাইবা দিয়ে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –