• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চেহারা পরিবর্তন করেও হলো না শেষ রক্ষা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইউপি সদস্য বাদশা মিয়া হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী। এর আগে, রোববার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাপুল আকন্দ উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে মোসলেম আকন্দ ভোলার ছেলে।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামি পাপুল আকন্দকে গ্রেফতার করা হয়। পাপুল গ্রেফতার এড়াতে নিজের চুল, দাঁড়ি কেটে চেহারা পরিবর্তন করেছিলেন।

পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে বাগবিতণ্ডা থামাতে গিয়ে পাপুল নামে ওই যুবকের ছুরিকাঘাতে ইউপি বাদশা মিয়া, স্বপন মিয়া ও সবুজ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –