• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবির কলা অনুষদে নতুন ডিন ড. শফিক আশরাফ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদের নির্দেশে গতকাল শনিবার (৭ অক্টোবর) রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেন।

বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ এই পদে একই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের (তুহিন ওয়াদুদ) স্থলাভিষিক্ত হলেন।

ড. শফিক আশরাফ ২০১১ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কবিতা ও উপন্যাসও লিখেছেন তিনি। দেশজুড়ে তাঁর উপন্যাস ‘পাউঠি’ বেশ সমাদৃত হয়। উপন্যাসটিতে তাঁতি সম্প্রদায়ের জীবনের উত্থান, পতন ও বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকার আখ্যান রচনা করেছেন ড. শফিক আশরাফ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –