• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘জঙ্গিরা সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা-মতবিরোধ থাকলে জঙ্গিরা সুযোগ নিতে পারে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি, সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

এটিইউ প্রধান বলেন, নির্বাচনের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই। তবে জঙ্গিরা সবসময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে আমরা সমন্বয় করে কাজ করছি। জঙ্গিরা বাংলাদেশের মাটিতে আর ঘাঁটি করতে পারবে না। জঙ্গিবাদ নির্মূলে সারাদেশে কাউন্টার টেররিজম ইউনিট খোলা হয়েছে। প্রতিটি ইউনিটের সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেন, জঙ্গিরা বর্তমানে ভার্চুয়াল জগতে সক্রিয়। আমরা সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে তাদের মনিটরিং করছি। জনসাধারণের সহযোগিতা পেলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –