• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুকন্যা দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন: হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন।

শনিবার দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। 

তিনি বলেন, আজকে শিক্ষার হার বেড়ে গেছে। শিক্ষিত হচ্ছে জাতি। এই শিক্ষিত জাতিই একদিন সোনার বাংলা গড়বে।  শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি, আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারেনি। ২৪ ঘণ্টায় ২২ ঘণ্টা লোডশেডিং থাকতো। এখন আর তা হয় না। ঘরে ঘরে বিদ্যুতের আলো। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাচ্ছে এদেশের মানুষ। সেই বিদ্যুতের আলোয় শিক্ষার্থীরা পড়াশোনা করে আলোকিত হচ্ছে। 

দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর শিক্ষাপ্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, কলেজের অধ্যক্ষ মো. জাহিদুল আলম শাহ প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –