• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তিস্তা নদী হতে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

গতকাল রাত নয়টায় লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটেলিয়ন মোগলহাট বিওপির সীমান্ত মেইন পিলার -৯২৮ সাব পিলার -৩ এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারী চড়ে সম্প্রতি ভারতের সিকিম প্রদেশে বন্যায় ভেসে আসা তিস্তা নদী হতে উদ্ধারকৃত ০২ ভারতীয় নাগরিকের মরদেহ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন সুবেদার মোহাম্মদ শরিফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোগলহাট বিওপি); এসি পাপ্পি মিনা (৯০বিএসএফ ব্যাটেলিয়ান গিতালদহ ক্যাম্প কমান্ডার); ওমর ফারুক (লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ); এসআই রাজেন্দ্র তামাং(অফিসার ইনচার্জ গিতালদহ পুলিশ ক্যাম্প) প্রমুখ।

উল্লেখ্য, গত ০৫-১০-২০২৩ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ  ইউনিয়নের হরিণচওড়া এলাকায় একটি মরদেহ ও একই এলাকার পার্শ্ববর্তী স্থানে আজ আরও একটি মরদেহ লালমনিরহাট সদর থানা পুলিশ উদ্ধার করত আইনি কার্যক্রম শেষে অদ্য দুটি মরদেহ হস্তান্তর করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –