• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

রংপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আগারগাঁও ঢাকা এর উদ্যোগে, জেলা নির্বাচন কমিশন কার্যালয় এর সার্বিক ব্যবস্থাপনায় VTC এর মাধ্যমে অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতাহাসিম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলমগীর, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

কর্মশালায় নির্বাচন কমিশনার মহোদয় তার বক্তব্যে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পোলিং এজেন্টদের নির্বাচনের পূর্বে প্রশিক্ষিত করার আহ্বান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –