• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জিয়ার রাজনীতি শুরু বঙ্গবন্ধুকে হত্যা করে: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল থেকেই এই দেশে গুম, খুন ও বিনা বিচারে হত্যার রাজনীতি শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে রাজনীতি শুরু করেন জিয়া।

শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় খুনি খালেদা ও তার পুত্র তারেক রহমান গুম খুন ও বিনা বিচারে হত্যার রাজনীতি অব্যাহত রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা চালানো হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, হাওয়াভবন থেকে এসব গুম, খুন ও  হত্যার পরিকল্পনা করা হতো। অপারেশন ক্লিনহার্ট নামে এবং ২০১৩ ও ১৪ সালে অগ্নিসংযোগের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস ট্রাকসহ অমূল্য সম্পদ।

তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে কমিশন গঠন করে সেইসব হত্যার বিচার করা এখন সময়ের দাবি।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –