• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকরা সমাজের দর্পণ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরেন। তাদের কেউ অবহেলা করবেন না।

শনিবার লালমনিরহাট সার্কিট হাউজে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। রোদ-বৃষ্টি তাদের কাছে কিছুই না। জীবনের কঠিনতম ঝুঁকি নিয়েও তারা দেশবাসীর কল্যাণে তথ্য তুলে আনেন।  

নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, তার দুই ছেলের লেখাপড়ার বিষয়ে খোঁজ-খবর রাখবো। তাদের যেকোনো সমস্যায় আমি পাশে দাঁড়াবো। সন্তানরা প্রতিষ্ঠিত হলে পরিবারের কারো আর কষ্ট থাকবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –