• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ডোমারে ডেন্টাল কেয়ার হোমকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করায় নীলফামারীর ডোমার উপজেলার ডেন্টাল কেয়ার হোম নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি এ জরিমানা করেন।

সূত্র জানায়, বিলবোর্ডে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার কারণে ওই প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ডোমার থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, জনস্বার্থে এমন অভিযান চলবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –