• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ভারতের এগিয়ে চলার বন্ধু: মনোজ কুমার

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা এসেছে। এই অর্জনকে নতুন প্রজন্মকে মূল্যায়ন করতে হবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে জয়সালমার বিটের সাংস্কৃতিক উৎসবে তিনি এসব কথা বলেন। ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশন এই উৎসবের আয়োজন করে।

ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষার মিল রয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ না, এগিয়ে চলার বন্ধু। তাই আসন্ন জি-২০ সম্মেলনে ভারত বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম। 

পরে সাংস্কৃতিক উৎসবে রংপুর অঞ্চলের শিল্পীরা ভাওয়াইয়া পরিবেশন করেন। আর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দর্শক মাতিয়ে তোলেন ভারতের রাজস্থান থেকে আসা জয়সালমার বিটের এক ঝাঁক শিল্পী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –