• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার ১৬টি নদ নদীর মধ্যে প্রধান তিস্তা, ধরলা, দুধকুমার নদীসহ ব্রহ্মপুত্র নদের পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর নদনদীর পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 

জেলার নদী তীরবর্তী অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে নদ-নদীর এসব ভাঙন চলছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫টি স্থানে ৭৮০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্র জানায়, চলতি বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার ২৮০টি পরিবারের প্রায় ২০ হাজার মানুষ। আর বন্যায় নিমজ্জিত রয়েছে জেলায় আমন, সবজিসহ প্রায় ৫ হাজার ৬৮৩ হেক্টর আবাদি জমির ফসল। পানি দ্রুত সরে গেলে হয়ত এসব সবজিসহ ফসল রক্ষা হতে পারে বলে কৃষিবিভাগের প্রত্যাশা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –