• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারী জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্র সমাবেশ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

 
নীলফামারী জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে ২১ আগস্ট বাংলাদেশের নবরুপায়নের রুপকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে ছাত্রসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এ্যাড. মমতাজুল হক, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা, হাফিজুর রশিদ মঞ্জু, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা।  এছাড়াও উপস্থিত ছিলেন- মুশফিকুল ইসলাম রিন্টু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,পৌর শাখা, নীলফামারী। এতে সভাপতিত্ব করেন- মনিরুল হাসান শাহ আপেল, সভাপতি ,বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখা। 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মমতাজুল হক বলেন এই আগস্ট মাসে মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। পরিশেষে, তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –