• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন বানচাল করতে চাইলে ভয়াবহ পরিণতি হবে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। এ কারণে জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। কেউ যদি আগামী নির্বাচন বানচাল করতে চায় তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

সোমবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দমন করে অচিরেই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, অতীতে বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য চাই।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাটের রাজনীতি করে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও মুক্তিযুদ্ধ-স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার রাজনীতি।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –