• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৪০৮, সুস্থ ৩৮৩

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন ২৩ জন। এখন পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪০৮ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩৮৩ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২ জন। 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তসহ চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –