• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

 
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টায় শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেশবপুর বাজারে বেলালের কসমেটিকস দোকানে রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মিঠাপুকুর ফায়ার সার্ভিস। এর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন অনেকাংশে নেভানো হয় । পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেলাল কসমেটিকস, আরিফুল ভ্যারাইটি স্টোর ও মামুন কম্পিউটারসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বেলাল কসমেটিকসের স্বত্বাধিকারী বেলাল হোসাইনের খালু আমিরুল ইসলাম বলেন,“ছোটবেলায় বাবাকে হারিয়েছে বেলাল। তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বাজারে কসমেটিকস ও মুদি দোকান দেয় বেলাল। আগুনে তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –