• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

রংপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, পূর্বশক্রতার জেরে গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাবুকে গুরুতর আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ৮ দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- আহত বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, হামলার ঘটনায় আহত বাবুর বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও নাম না জানা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –