• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে কুড়িগ্রাম জেলার সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পানি কিছুটা বাড়তে শুরু হলেও সকল নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় এখন পর্যন্ত নদী সংলগ্ন বিভিন্ন ইউনিয়নের নিম্ন এলাকায় পানিতে প্লাবিত হয়েছে।

 নাগেশ্বরী উপজেলাধীন বামনডাঙ্গা, রায়গঞ্জ,বল্লভেরখাস, বেরুবাড়ী,কালিগঞ্জ এবং নারায়নপুর ইউনিয়নের নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি পূর্ব থেকে বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদীর ভিতরের চরে অবস্থিত মুড়িয়াঘাট,আদর্শ বাজার, মিনাবাজার, চরনুছনি, কুটিরচর, মাটিয়ালিরচর,তেলানিপাড় ডুবে যায়। 

কুড়িগ্রাম জেলায় ত্রাণ মজুদঃ 
মজুদ চাল: ২৮৭.০০ মে:টন
মজুদ নগদ অর্থ: ১৫০০০০
মজুদ শুকনো খাবার: ১৭০০
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ  ১০ লক্ষ।
অতিরিক্ত বরাদ্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ১০০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকা এবং ২০০০ প্যাকেট অতিরিক্ত খাবার বরাদ্দ পাওয়া গেছে।
 এছাড়া জেলার নয়টি উপজেলায় ৬৫ মে: টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

এদিকে, জেলায় বর্তমানে ৩৬১ টি আশ্রয় কেন্দ্র এবং ২৭৫ টি নৌযান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৫ কি.মি.নদীর তীরে আপদকালীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –