• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

হিলি সীমান্তে মিষ্টি উপহার, বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই মিষ্টি বিনিময় করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যরত সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ স্থলবন্দরের ভিতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিজিবির দিনাজপুরের হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়সহ নানা বিষয়ে কথা বলেন। 

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি। এদিকে, ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –