• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে তিস্তা তীরবর্তী এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম।

জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে থাকে।

এদিকে, পানিতে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি রোববার সন্ধ্যা পর্যন্ত পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু সোমবার সকাল ৬টা থেকে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –