• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে ডেঙ্গুতে আরো এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩  

 
দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাসান নামে আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো। দুজনেরই বয়স ১৭-১৮ বছরের মধ্যে।

দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, সদর উপজেলার আটোর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ আগস্ট দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করত ঐ কিশোর। জ্বর নিয়ে ঢাকা থেকে এসে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এর আগে গত ১১ আগস্ট একই হাসপাতালে চিকিৎসাধীন রাকিব নামে একজন রোগীর মৃত্যু হয়েছে। সে জেলার চিরিরন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সেও রাজধানীতে থাকতো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –