• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গু হয়ে আইসিইউতে কিশোর, অবশেষে মৃত্যু

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩  

দিনাজপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত রাকিব জেলার চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দিনাজপুরে এটিই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মুত্যুর ঘটনা।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার (৯ আগস্ট) হাসপাতালে ভর্তি হয় রাকিব। বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেয়া হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। রাকিব ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে এসে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন ৩৩ জন রোগী। এছাড়াও এই পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৩ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –