• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী    

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

পাবনার বেড়া উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগমকে ঘর দেওয়ার পর তার চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চোখের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার (৯ আগস্ট) সকালে পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরকালে এ নির্দেশনা দেন সরকার প্রধান।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি হস্তান্তরকালে পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী।

এসময় দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগম কথা বলেন। তিনি এক পর্যায়ে বলেন, টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি অন্ধ হয়ে গেছেন। এ কথা শুনে তার চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –