• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ৪র্থ পর্যায়ে ৩৪৮টি দরিদ্র গৃহহীন পরিবার ঘর পাচ্ছে

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩  

 
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাটে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৪৮টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির কাগজপত্রসহ ঘর পাচ্ছে। এসব নতুন ঘরে উঠতে পারবে বলে ঐসব পরিবারের সদস্যদের মাঝে খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের পাশাপাশি সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব নতুন জমিসহ ঘর হস্তান্তর করবেন।

জানা গেছে, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় ধাপে সদর উপজেলায় ১১২টি, আদিতমারী উপজেলায় ২২টি, কালীগঞ্জ উপজেলায় ১৫৭টি ও হাতীবান্ধায় ৫৭টিসহ মোট ৩৪৮টি নতুন ঘর ও জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ১ম পর্যায়ে জেলার ৫ উপজেলায় ৯৭৮টি, ২য় পর্যায়ে ৯১৫টি, ৩য় পর্যায়ে ১১৮৪টি, ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৫৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে বুধবার জেলায় ৩৪৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –