• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ফাঁস নিলেন যুবক

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান ফারুক নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৭ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের জামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান ফারুক ঐ এলাকার গোলজার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান৷ তার বাবা গাড়ি কেনার জন্য টাকা দেবেন বলে তাদের নিজের সুপারি বাগান বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করেন। বাকি টাকা সংগ্রহ করেতে কয়েকদিন সময় লাগবে বলে জানান। তিনি আজকেই বাইক কিনে দিতে হবে বলে বায়না ধরেন। পরে বাইক না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন৷

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় বলেন, আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –