• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে চতুর্থ পর্যায়ে ঘর পাচ্ছে ৫০৫ পরিবার

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

কুড়িগ্রামে ৯ আগস্ট চতুর্থ পর্যায়ে আরো ৫০৫টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ৩ হাজার ৮৯৮টি ঘর উদ্বোধন করেন তিনি।

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক সাইদুল আরীফ।

জানা গেছে, কুড়িগ্রাম জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা ৪ হাজার ৭০২টি। এর মধ্যে প্রথম পর্যায় সুবিধাভোগীর কাছে ঘর হস্তান্তর হয়েছে ১ হাজার ৫৬৯টি, দ্বিতীয় পর্যায়- ১ হাজার ৭০টি, তৃতীয় পর্যায়ে- ১ হাজার ২৫৯টি পরিবারের মধ্যে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের কুড়িগ্রামের ৯টি উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৬৫৫টি। এর মধ্যে ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০৫টি ঘরের উদ্বোধন করবেন। প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া চরাঞ্চলের ডিজাইন নামক ঘরের জন্য ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৫৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

সাইদুল আরীফ বলেন, এখানে হরিজন সম্প্রদায়ের জন্য হরিজন পল্লী দেশে একটি ইউনিক মডেল হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগের কারণে চিলমারীতে এক একর জমিতে ৩৫টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এখানে বসবাসরত হরিজন সম্প্রদায়কে উন্নয়নের মূল ধারায় আনতে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাঁচ্চাদের পড়াশোনা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশে প্রথম হরিজন পল্লী সেই প্রেক্ষিতে দৃষ্টিনন্দন প্রকল্পে হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –