• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গোবিন্দগঞ্জে ইঁদুর মারার ওষুধ খেয়ে জীবন দিলেন শিক্ষক

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন কাজী রাশেদুর রহমান লিপু নামে এক শিক্ষক। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি আমতলির কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত কাজী রাশেদুর রহমান লিপু কাজীপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং তিনি কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সন্ধ্যায় কাজী রাশেদুর রহমান ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

স্থানীয়দের ধারণা, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে সৃষ্ট মানসিক অশান্তি থেকেই আত্মহত্যা করতে পারেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –