• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন  

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

 
রংপুর নগরীর আলমনগর খামার এলাকার মাদক ব্যবসায়ী হরিশ চন্দ্র রায়কে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। হরিশচন্দ্র রংপুর নগরীর আলমনগর খামার এলাকার গিরিশ চন্দ্র রায়ের ছেলে। 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ ডিসেম্বর রংপুর নগরীর আলম নগর খামার এলাকায় গোপন সংবাদের উপর ভিত্তি করে রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হরিশচন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আফজাল হোসেন মাদক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রবিবার দুপুরে বিচারক কৃষ্ণকান্ত রায় আসামি হরিশ চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি বলেন, মাদক মামলায় আদালত যে রায় দিয়েছেন তাতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। সেই সাথে এ রায়ের মাধ্যমে একটা ম্যাসেজ দেয়া হলো মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে। 
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –