• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

 
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে শহীদদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

এরপর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম. জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক,  আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু প্রমুখ। 

পরে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চারা বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –