• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জলঢাকায় ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

নীলফামারীর জলঢাকায় ছিনতাইকারী নাহিদ হাসান মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরশহরের মাথাভাঙ্গা এলাকা থেকে নাহিদ হাসান মিঠুকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে।  

সে ওই এলাকার মানিকুজ্জামান মানিকের ছেলে। গ্রেপ্তারকৃত মিঠুর বিরুদ্ধে চুরি ছিনতাই, ডাকাতি, হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে। পরে মিঠুর দেওয়া তথ্যমতে তার সহযোগী পৌরশহরের বগুলাগড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ আলমগীর নামে এক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন, ছিনতাইকারী মিঠু দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে,তাকে গ্রেপ্তারের পর এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা কমবে বলে আশা করি।‍‍`

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –