• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

কুড়িগ্রামে দের বছর ধরে পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলো, রৌমারী থানা এলাকার নুরুজ্জামাল (৪৫)।

শুক্রবার (৪ আগষ্ট) জেলা পুলিশ মিডিয়া জানায়, কুড়িগ্রামের রৌমারী থানাধীন গাছবড়ি গ্রামের ভিককটিম মৃত মিলন মিয়ার সাথে আসামিদের পোশাক সেলাই খারাপ হওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গ্রেপ্তারকৃত নুরুজ্জামাল ও তাদের অন্যান্ন সহযোগীরা মিলে গত ১২ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ভিকটিমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরবর্তীতে আসামি নুরুজ্জামাল প্রায় দের বছর পলাতক থাকলেও রৌমারী থানার একটি চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসামির অবস্থান সনাক্ত করে শুক্রবার (৪ আগস্ট) তারিখ রৌমারী থানা এলাকা থেকে আসামি নুরুজ্জামাল (৪৫)কে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত আসামি নুরুজ্জামাল গত দের বছর ধরে পলাতক অবস্থায় বিভিন্ন জেলায় অবস্থান করেন। পরবর্তীতে রৌমারী থানার একটি চৌকস টিম তার সর্বশেষ অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই হত্যাকান্ডের বিষয়ে আরো কেউ জড়িত আছেকিনা সেই বিষয়ে আমাদোর তদন্ত চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –