• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পীরগঞ্জে বড় ভাইকে খুন, আত্মগোপনে ঢাকায় আসা ছোট ভাই গ্রেপ্তার

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

   
রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার চাঞ্চল্যকর ছোট ভাই কর্তৃক বড় ভাই হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন, মহিবুল ইসলাম (৩০) ও আব্দুল মালেক (৩৮)।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ ঝিলপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, গত ২৫ জুলাই রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর বৈরাগী পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আপন ছোট ভাই মহিবুলের হাতে খুন হন হেলাল (৪০)।

তিনি আরও জানান, এ দুই ভাই প্রজাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ওরফে গাটু মেম্বরের ছেলে। নিহত হেলাল গত ২৫ জুলাই জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসেছিলেন। ওই রাতে ছোট ভাই মহিবুল ইসলামের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে  মহিবুল একটি ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই হেলালের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান হেলাল। ঘটনার পর পালিয়ে যায় মহিবুল। পরদিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ এর দল ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে পীরগঞ্জ থানার ওই হত্যা মামলার পলাতক আসামি রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –