• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীকে দেখতে হুইলচেয়ারে সমাবেশে ৯৬ বছরের ভাষাসৈনিক      

প্রকাশিত: ২ আগস্ট ২০২৩  

    
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে একনজর দেখতে হুইলচেয়ারে করে জনসভাস্থলে এসেছেন একুশে পদক প্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়।

১৯৪৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভাষা ও রাষ্ট্র সংগ্রামের বিভিন্ন ইতিহাসের সাক্ষী তিনি। ৯৬ বছর বয়সেও দিন, ক্ষণ, তারিখ ও নাম উল্লেখ করে সেই ইতিহাস বলতে পারেন এ ভাষা সৈনিক।

রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছেন মজিবুর রহমান মাস্টার। লড়াকু ব্যক্তিত্বের অধিকারী মজিবুর রহমান মাস্টার বদরগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়ার সময় ১৯৪৮ সালে ঢাকায় এসে যোগ দিয়েছিলেন ভাষা সংগ্রামে। গ্রামে ফিরে ভাষার জন্য সংগঠিত করেছিলেন স্থানীয় ছাত্র-জনতাকে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বদরগঞ্জ ডাকবাংলো মাঠে বিক্ষোভের সময় বারিসাত নামের একজন ভাষা সৈনিককে পুলিশ ধরে নিয়ে গেলে মুজিবরের নেতৃত্বে হয়েছিল থানা ঘেরাও।

মজিবুর রহমান বলেন, শেখ হাসিনাকে একনজর দেখতেই আমি জনসমাবেশে এসেছি। প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোন কষ্ট নেই। আমি সবাইকে বলবো-স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার বার বার দরকার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –