• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীকে দেখতে হুইল চেয়ারে সমাবেশস্থলে প্রতিবন্ধী নাহিদ

প্রকাশিত: ২ আগস্ট ২০২৩  

মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন রংপুর বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সেই মিছিলে গঙ্গাচড়া উপজেলা থেকে হুইল চেয়ারে এসেছেন শারীরিক প্রতিবন্ধী নাহিদ হাসান। তার  সঙ্গে এসেছেন ছোট ভাই রাসেল ইসলাম।

প্রতিবন্ধী নাহিদ হাসান বলেন, সকাল ৬টায় বাড়ি থেকে বের হইছি আমরা। ৭টার দিকে রংপুর শহরে আসছি। প্রধানমন্ত্রীকে ভালোবাসি, একনজর দেখার জন্য এসেছি। আশা করি দেখতে পাব। 

তিনি আরো বলেন, এর আগে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আজকে প্রধানমন্ত্রীকে দেখতে পাব দেখে অনেক খুশি লাগছে। নিজে তো চলতে পারি না ছোট ভাইকে সঙ্গে নিয়ে হুইল চেয়ারে চলে এসেছি।

নাহিদের ছোট ভাই রাসেল ইসলাম বলেন, ভাইয়ের ইচ্ছেতে প্রধানমন্ত্রীকে দেখতে সমাবেশস্থলে আসছি। প্রধানমন্ত্রীকে দেখেই আমরা বাড়ি ফিরে যাব।

দীর্ঘ সাড়ে ৪ বছর পর আজ রংপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধনসহ রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসমাবেশে যোগ দেবেন।

বুধবার ভোর থেকেই রংপুর মহানগরীতে গণমানুষের ঢল থেকে ভেসে আসে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান। সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। 

রংপুর বিভাগের ৫৮ উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আগমনে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দুপুর ১২টার আগেই জনসভাস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে বলে দাবি আয়োজকদের। 

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছাস করছেন তারা। 

লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আসছেন দলে দলে। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ, অটোরিকশায় করে আসছেন তারা। হেঁটেও আসছেন অনেকেই। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –