• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

৪০ কিলোমিটার দূর থেকে ‘সাইকেল নৌকা’ নিয়ে সমাবেশস্থলে সাবেদ

প্রকাশিত: ২ আগস্ট ২০২৩  

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নগরীজুড়ে সাজ সাজ রব পড়েছে। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। স্লোগান মুখর রংপুরের অলিগলিতে গণমানুষের ঢল নেমেছে। এদিকে, বিশেষভাবে তৈরি ‘সাইকেল নৌকা’ নিয়ে জনসমাবেশস্থলে এসেছেন পীরগাছা উপজেলার বাসিন্দা সাবেদ আলী। প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে ওই সাইকেল চালিয়ে সমাবেশস্থলে এসেছেন তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠে দেখা যায় তাকে। সাবেদ আলী রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুরের নেকমামুদ এলাকার বাসিন্দা।

জানা যায়, নিজ থেকেই ওই বিশেষ সাইকেল নৌকা বানিয়েছেন সাবেদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষে তিনি বিশেষভাবে তৈরি সাইকেল নিয়ে রংপুর শহরে এসেছেন। মঙ্গলবার রাতে নগরীতেই ছিলেন সাবেদ আলী। বুধবার সকাল থেকে সমাবেশস্থলের আশেপাশে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এ সময় সাবেদ আলীর পড়নে গেন্জিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি দেখা গেছে। 

সাবেদ আলী জানান, তার জীবনের শেষ চাওয়া, বিশেষভাবে তৈরি সাইকেল নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চান। তবে উন্নয়নের জন্য অবশ্যই বারবার নৌকার সরকার দরকার।

প্রসঙ্গত, দীর্ঘ সাড়ে ৪ বছর পর আজ রংপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধনসহ রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসমাবেশে যোগ দেবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –