• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

‘আমরা মরলেও হাসিনা বাচঁলেও হাসিনা’

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  

 
‘হা বাবা কাঁচা ছবি দেইখপার যামো পাকা ছবি দেখি কিছু হয় না। কাজ ফেলে থুইয়া শেখ হাসিনাক দেইখপার যামো। হামরা মরলেও হাসিনা বত্তিলেও (বাঁচলে) হাসিনা। শেখের বেটি হামাক ঘর দিছে, থাইকপার (থাকার) জায়গা করি দিছে। হামরা মহাখুশি। হামরা দোয়া করি তায় (শেখ হাসিনা ) এবারো ভোটত জিতুক।

আগামী ২ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের আসছেন। তাকে দেখতে যাবেন না কিনা এমন প্রশ্নে জবাবে বৃদ্ধ মোহাম্মদ আলী রোববার (৩০ জুলাই) এভাবেই তার মনের কথাগুলো প্রকাশ করেন।  

রংপুরের গঙ্গাচড়ার ভাঙ্গাগড়া আশ্রয়ন কেন্দ্রে মুজিববর্ষে শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া ঘরে আশ্রিত দিনমজুর মোহাম্মদ আলী (৭০) ও স্ত্রী আনোয়ারা (৫৫)। অভাবের সংসার দিন আনে দিন খায়। তামাকের কারখানায় তামাকের কাজ করে। দিন ২৫০ টাকা পান। জায়গা জমি কিছু নেই। অন্যের জমিতে বাড়ি ছিল। এর মধ্যে মুজিববর্ষে শেখ হাসিনার উপহার হিসেবে একটি ঘর পান। সেই ঘরে থাকেন মোহাম্দ আলী ও তার স্ত্রী আনোয়ারা।  দুই ছেলে দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছে। আর ছেলেরা বিয়ে করে ঢাকায় থাকে। খোঁজখবর রাখে না কেউ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, এ পর্যন্ত ৪৮০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। আরও ১২০টি ঘর উদ্বোধনের অপেক্ষায়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –