• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

একদিন বন্ধ থাকার পর ফের চালু বাংলাবান্ধা স্থলবন্দর

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩  

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা উপলক্ষে চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে একদিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর পুনোরায় স্বাভাবিক হয়েছে। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে ঐ স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আশুরা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনোরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে৷

বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের একদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ ফলে শনিবার একদিনের জন্য পাথরসহ সব প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল এবং ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –